সত্যজিৎ রায়


মানুষের মনরে বুঝতে পারে, দক্ষ
তাঁর চলচ্চিত্র। সমসাময়িক গল্প
কথা ফুটিয়ে তোলেন রাজা একচ্ছত্রে।
সৃষ্টি যাঁর বিশ্বজয়ী, বাঙালীর রাজ-
মুকুটে বিশেষ পালক। নামটি তাঁর
আজও জপে বাঙালি জনে দিবারাত্র।


গুপী-বাঘা, ফেলু মিত্তির, দুর্গা-অপুর
যত কথা, তুলে ধরে জনসমক্ষে যে
মনে করালেন বাঙ্গালী যথা। রহস্য
আর কল্প-বিজ্ঞান বাঙালি ভাববার
সুযোগ পেলো। প্রফেসর শঙ্কুর কাজে
যত অদ্ভুতুড়ে চিন্তা থাকে, বাঙালিরা
রোজদিনে এমন কথাই মনে ভাজে।
সত্যজিৎ তাই বাঙালীর মনে রাজে॥


— কলমে কান্তি