রোদ্দুর রায়


এই এগার নম্বর কবিতাটা তাঁকে
নিয়ে লেখা ভালো: বাঙালি হয়েও চুপ
না থেকে গর্জে উঠেছে যিনি; চুপচাপ
কেটে পড়া, ল্যাদ খাওয়া বাঙালিয়ানা
ছেড়ে একদম দুমড়ে দিয়ে উত্তাল
করেছেন সবাইকে। গানের রিমেক
থেকে উত্তাল খিস্তি, শুধু এটুকু তাঁর
ভুল হলে, ভুল করছি আমরা যেটা
সেটা অধরা হয়েই থেকে যাবে। কিন্তু
তাঁর সত্য বাণী, দোষী বানাবে তাঁকেই?
নবারুণ ও লিখেছিলেন। লিখেছেন
বহু জনে। গীতবিতানের অপমানে
কিছু না, কবিতাবিতান যেই এসেছে
সেই মাননীয়া পুলিশে দিয়েছেন। বাঃ!