কিস করা আর হামির মাঝে ফারাক
বুঝতে হলে, বাচ্চা হয়ে মিশতে হবে
বাচ্চাদের দলে। তাদের কাছে স্নেহের
পরশ, কাম নাইকো তাতে; বড়দের
মত ভাবনাগুলো মেলেনা সেইসাথে।
এই কথাটাই সবার কাছে তুলতে
গিয়ে শেষে, 'হামি' নামের সিনেমা হলো
ভালোবেসে। স্নেহ যেমন বয়স্কদের-
থাকে বাচ্চাদের প্রতি, মানুষজনেও
ভালবাসেন যারা করেন রাজনীতি।
স্বামী স্ত্রীর বিশ্বাস যেমন, তেমনই
বিশ্বাস পুরনো স্টাফে; তেমনই ঠিক
বিশ্বাস থাকে স্কুলের প্রতি যদি, ভয়
হবে না বাবা মায়ের বলে সিনেমাটি।