ইদানীং নিজের মধ্যেই রয়েছি যে,
বলছি কথা নিজের সাথে তাই। সাধ
আহ্লাদ ও রয়েছে মজে নিজেকে নিয়ে,
ঘূর্ণিপাকে ঘুরছে নিজের চারিদিকে
ভাই। কথা বলা হয়নি বলে সম্পর্ক
ভাঙছে যে দিনের দিন। বাঁধন আবার
বাঁধবে কবে, বলা আজ বড়ো কঠিন।
ভগবান যখন দিয়েছেন কণ্ঠটা,
কথা বলার সামর্থ্যটা যখন আছে,
বলে নাও কথা সকলের সাথে মন
খুলে বারবার। হতে পারে একদিন,
কণ্ঠস্বর টা কেড়েই নিলো ভগবান;
তখন হা হুতাশ করেও ফিরেও যে
আর, ফিরবে না আর সেই অনুভূতি॥