এই ভালোবাসা তোমাকেই পেতে চায়।
বন্ধু তুমি কোথায়? শুনতে কি পেয়েছ
আমার এ গান? বলবো তোমায় আজ
একটা প্রেমের গল্প - চুপি চুপি কার
ছবি এঁকেছি আমার অন্তরে। গানের
টানে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে
পাওয়া যায়। ভুল বোঝাবুঝিও কাটে
সেই গানের সুরে, কথাই। গ্রাম ছেড়ে
শহরে এসে, ধাঁধায় ধাঁধে ভোলা ছেলে,
সেই ছেলেই শহরান্তরে ঘুরে আসে
ভালোবাসার ভালোর তরে। পোড়া
বাঁশি অভিসারে ডাকে প্রেমী ভালোবেসে।
বন্ধু তুমি কি শুনতে পাও আমার এ
গান? এই ভালোবাসা তোমাকেই চায়॥