গাছ যদি ভালো হয়, ফল হবে ভালো।
এমন কথা মানতে গিয়েই দেশটা
আমার গেলো। বাবা মায়ের পরীক্ষাটা
নিয়ে নিলেই জানা যাবে, কেমন হবে
ছেলের জ্ঞান। উন্নতি হবে কি হবে না,
ওটাই জানা যাবে শুধু পরীক্ষা হলে
বাবা মায়ের। সেই মত এগিয়ে যায়
সমাজ। বাবা মায়ের কোচিং হয় তাই।
সেই কোচিং এ পাশ করেও ভাই, ভর্তি
তোমার কনফার্ম হবে, কোনো গ্যারান্টি
নাই। ডোনেশন তাতে হতে পারে দিতে।
আবার বাচ্চারও একটু গুন থাকা
দরকার। তাহলে তাতেই হয়ে যাবে
অ্যাডমিশন, লাগবে না দিতে পরীক্ষা।