সময় নিতান্ত বড্ড দামী। ভেবে ভেবে
দিতে হয় কাছের জনে-ও। যত বেশি
কাছের তত সময় কম- বিরহের
সূত্রপাত ঠিক এখানেই। বিরতির
পর আবার যে কবে শুরু হবে, জানা
নেই কারো: আসলে ফিরে আসতে লাগে
কিছু সময় আরো। আজ নয়, এসব
শুরু সেই রামায়ণ-মহাভারতের যুগে–
অজ্ঞাতবাস শেষে ভীম-অর্জুনরাও
নিয়েছিল তেরো-টা দিন সময়। আর
আমার কবি-র ছদ্মবেশ আজও যে
ঘুচাতে পারিনি। বিরতি নিয়েছি সেই
অজ্ঞাত পরিচয়ের থেকে। কিন্তু প্রেম
এমন গভীর, বিরহে কাছে সে টানে।