তোমার আমার মনের মিল হবে না। জানো?
তুমি গল্পকার, আর আমার কবিতা লেখা অল্প।
এই একটাই কারণ। তুমি মানো কিংবা না মানো।
মিল কখনো খায় না কবিতা আর সাধের গল্প।


তবে তোমার গল্প ভালবাসার জানান দেয়...
প্রেমের গল্প লেখো তুমি মন প্রাণ ভরিয়ে...
প্রেম বিরহ আসেনা আমার লেখার মাঝে...
আমার কবিতা শুধু বিপ্লব বিদ্রোহ নিয়ে!


তেলে জলে মিশ খেয়ে সুস্বাদু সবজি হলেও
কবিতা আর গল্পের মিল হয়না তেমনভাবে...
কৃপা দি কিংবা কর দা এর মত বনে গেলেও
বদল আসতে চায়না যশ নাম খ্যাতির প্রভাবে।


যে যেমন, সে তেমনই থেকে যাবে আজীবন:
কবিরা কবিতা লিখবে, গল্পকারে গল্প।
গুড মর্নিং আর গুড নাইট নিয়েও লেখা যাবে
শুধু মনের সাথে মিল টা হতে হবে অল্প।


তুমি গল্পকার হয়ে কত মানুষের বিরহ লিখেছো।
লিখে গেছো কত কবিতার পোস্টমর্টেম রিপোর্ট।
আমি কবিতা লিখতে গিয়ে কলম ঘষে চলি শুধু;
বিদ্রোহ বিপ্লবের জন্য ডেকে নিয়ে যাবে কোর্ট।


তাই দুজনের মিল হওয়া বড্ড চাপের হবে...
সমাজের আয়নার দুটো দিক যে তুলে ধরি...
কেমন করে বলো একই আয়নার মাঝে
দুজনের ভিউ দিয়ে ভালবাসা বাসি করি?


মিল হওয়া নিয়ে আর চিন্তে নেই আমার;
কবিতা আর গল্পের মিল: এইটুকু পথচলা।
তাই ভালবাসি বলে দিয়েও ফিরিয়ে নিয়ে,
"ভালবাসি" ঠিক ওজনে হয়নি আজও বলা।