শেষ থেকে শুরু করতে চেয়েছি আমি আবার
বিষন্ন হৃদয়ে,
ক্ষান্ত কলমের উপরে ভরসা রেখে,
আর তোমার জন্য,
শুধু…
তোমারই জন্য।


অপেক্ষায় আমি আজও ছিলাম।
তোমার অপেক্ষায়।
তবু তোমার ব্যস্ততার জন্য
আজ শুরু করা হলো না…
হয়তো, আবার কালকে শুরুর দিকে তাকিয়ে থাকবো।
হ্যাঁ, আমি থাকবো কালকের আশায়, অপেক্ষায়।
তোমার জন্য,
শুধু…
তোমার জন্য।


আরো একটা দিন পেরিয়ে যাবে।
তোমার সাথে শেষ করে দেওয়া সবকিছুর শুরু করার আশায়,
অপেক্ষায়।


একটা যুগ পেরিয়ে গেছে।
ছিন্ন হৃদয়ে, তোমার ফিরে আসার স্বপ্ন বুনে।
আরো সময় পেরিয়ে যাবে।
পেরিয়ে যাবে সেকেন্ড, মিনিট, ঘন্টা।
পেরিয়ে যাবে প্রহর, দিন, মাস থেকে বছর।
অপেক্ষায়,
তোমার অপেক্ষায়।
অপেক্ষায় থাকা এই হিয়ার বেদনা বিলীন হয়ে যাবে, সময়ের সাথে।
তবু অপেক্ষার লয় হবে না।
সমস্ত চাহিদা ত্যাগ করে,
থাকবো আমি।
থাকবো তোমার জন্য।
শুধু…
তোমার জন্য।


শেষ থেকে আবার শুরু করার অপেক্ষায়,
যেমন ছিলাম, আছি…
থাকবো একইভাবে।
তোমার অপেক্ষায়,
তোমার জন্য।
শুধু…
তোমার জন্য।


--- কলমে কান্তি