পাল্টেছে দিন, বদলেছে রং, সঙ্গীগুলোও আজ নেই;
পুরোনো সব বন্ধুগুলোর খোঁজ বা রাখে আর কে-ই?
তুমি আর আমি, করি ফাজলামি, বন্ধুত্ব নিয়ে লিখি!
সেই বন্ধুত্বই আজ ব্যস্ত জীবনে ভুলে যেতে সব শিখি।
কে বা কোথায় হারিয়ে যায়, পথ ভুলেও আসে না আর!
একাকী বসে বন্ধুত্বের খোঁজে শুধু মন হয় তোলপাড়।
যারা ছিল এক সময়ের কালে রোজকার রুটিনে...
আজকে তাদের দেখা পাইনা ব্যস্ত হওয়া জীবনে!
পাল্টেছে দিন, বদলেছে রং, বদলে গেছে মানসিকতা;
এক সময়ের সঙ্গীর সাথে বলা যায় না দুটো কথা!
একটা দুটো করে, প্রতি বছর ঘুরে, হারিয়ে ফেলা মুহূর্ত;
স্মৃতিগুলো শুধু চারণ করে মনে, সময় এতটাই ধূর্ত।
স্মৃতিচারণার ফল, গভীর অটল, ঠিক তুঙ্গভদ্রার জল!
তিস্তার স্রোতে, বয়ে নিয়ে ফেলে খাতে, যেটুকু সম্বল।
পাথরের চোটে, রাস্তা বদলে ঠিক, তবু গন্তব্য আজও একই!
একই পথ বেয়ে জল যায় গড়িয়ে, ধুঁয়ে দেয় সব মেকি।
মেকি সম্পর্ক, মেকি ভালবাসা, মেকি যত চাওয়া পাওয়া
কী জানি সব মেকির ভিড়ে বন্ধুত্ব কীভাবে হলো হাওয়া!
পাল্টেছে দিন, পাল্টেছে সময়, পাল্টে গেছে আর বন্ধুত্ব!
বন্ধুত্ব নিয়ে বলতে গেলেই, মন বলে, “ধুর তোর!”