নামে তিমির কলমে কান্তি, ভদ্রতাই স্বভাব।
কবি হওয়ার শখ খুব, কবিতারই অভাব।
লিখতে যাই অনেক কিছু, ছন্দ আসেনা কভু।
কুকুর খুবই প্রভুভক্ত, উল্টে দিলেই প্রভু।
কাজ নেই তাই পড়ায়, নিজের পড়া করি না।
জ্ঞান দিতে আমি আছি রাজি, জ্ঞান নিতে না।
জন্ম আমার বাঁকুড়া জেলায়, বাস পুরুলিয়ায়।
অনেক কিছু কাজের মধ্যে শুধুই ল্যাদ খাই।
দ্বাদশ বছরে লেখা শুরু, বিংশতি করেছি পার।
তবুও নেইকো আমার লেখায়, সূচাগ্র মতন ধার।
লোকের থেকেও ঝাঁপি আমি, ধরতে তুমি পারবে না।
বাঙালী গুণের এটুকুই, তর্কে যদিও হারবো না।
সিঙ্গেল আছি জন্ম থেকেই, জুটছে না কেউ এই হালে।
জুটবে কি অদূর ভবিষ্যতে, কী আছে কপালে?
ইন্ট্রো দিলাম ছন্দ দিয়ে, লাগলে ভালো জানিও।
হয়তো তোমার লাগলে ভালো, মিঙল হবো আমিও।