প্রেম মানেই দুঃখ ভীষণ, ভালবাসা টা থাকলেই;
ভালোবাসায় বেঁধে (তারে) আগলে আগলে রাখলেই।
তবে, প্রেমের প্রস্তাব দিতে গেলেই দুঃখ নিয়ে যেও,
ব্যর্থ তোমার প্রেম হলে, সেই দুঃখ দিয়ে গান গেও।


"ভাল্লাগে আমায় কেন?", শুধায় যদি অন্য ভাবে...
"প্রেম মানেই দুঃখ যখন, তুমি কি আমার দুঃখ হবে?"
উল্টো পাশে সহসায় যদি প্রশ্ন আসে ঠিক এমন...
"ভালো লাগলেই প্রেম করাটা এখন কি তবে কমন?"


বাধ্যতামূলক নয় ঠিকই, তবুও প্রেম টা দরকার...
একটা প্রেম বদলে দেয় মানুষ হোক বা সরকার...
ভীষণ ভাবে দুঃখ পুষে মানুষ প্রেম টা করে,
প্রেমে কেউ বেঁচে ওঠে, আবার প্রেমেই মরে।


"প্রেম মানেই দুঃখ ভীষণ, দুঃখ কেন হতে চাও?"
"দুঃখ কখনো সঙ্গ ছাড়ে না, তাই দুঃখ করে নাও।
তোমার সাথে সব সময় সঙ্গী হয়েই থাকতে চাই,
প্রেমী হয়ে থাকার চেয়ে দুঃখ হয়েই থাকি তাই!"


প্রেম মানেই দুঃখ ভীষণ, তাই দুঃখ হয়েই পাশে থেকো!
না হয় তুমি প্রেম না হয়ে, শুধু দুঃখ দিয়েই ভালো রেখো।