আলাপ,
সে তো তোমার আমার
খামখেয়ালীপনার আবদার।
প্রেমের সাথে প্রেম নিবেদনের
প্রলাপের বার্তার।


দেরি হলো বটে,
তবু হাঁটবো সেই পথে,
ঘরে ফেরার গানে
আর তোমার অভিমানে…


সুর গুলো আজ ছাড়িয়েছে তার।
তালের সাথে সুরছে আর বীণা।
প্রেমালাপের অষ্টাদশী কাব্যে
নতুন চরিত্রের আনাগোনা।


আমি তো পাগলামির দাস,
দুরন্ত আবেগে আপ্লুত নির্যাস…


আর,
        কত সুপ্ত আশ্বাসের উপর করে ভর
আমি প্রলাপের বার্তার করি আস্ফালন।
জানিনা অন্তিমের অবকাশে,
উঠতি আকাঙ্ক্ষার পরিপূরণ অকারণ।


ভালোবাসা,
         তবু খাঁকতির খাঁকতি হীন
         আর আমি অর্বাচীন,
         শুধু প্রলাপের প্রলেপে
         ভালোবাসায় সমিহিন।


কিছু প্রশ্নের উত্তর,
আজও হয়নি পাওয়া…
বোধ হয় না পাওয়ায় ভালো,
তাই,
      ভালোবেসে গেছি অবিরাম
      শুধু চাইনি প্রতিদান
ভালোবেসে,
         ভালোবাসা না চাওয়া,
       বোধ হয় ভালো…


--কলমে কান্তি