কিছু নির্ঘুম রাত আর কিছু ক্লান্ত বিকেল...
কিছু পাগলামো দিন আর সাফাইয়ের খেল।
কিছু উটকো আতঙ্ক আর কিছু আনন্দ...
কিছু মায়ার বাঁধন আর উত্তেজনা অঢেল।


কিছু স্বপ্ন বোনা শুরু, আর স্বপ্ন ভাঙ্গা-গড়ার;
কিছু দিন পেরিয়ে যায় একই বাঁধাধরা;
কিছু চাওয়া আবার না চেয়ে কিছু পাওয়া;
কিছু বন্ধুত্বের ভেংচি কাটা আর ছড়া।


কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতির পরবাস,
কিছু মায়া জড়ানো সম্পর্কের ইতিহাস,
কিছু অচেনা মানুষের ভিড় সরে যাওয়া,
সেই অচেনা পৃথিবীর চেনা চলতি পরিহাস।


নতুন করে কিছু করতে চাওয়ার খোশগল্প,
পুরাতন ফেলে আসা স্মৃতির সংকল্প,
আবেশের বশে ভুলচুক আর তার মাশুল...
ফেলে এলাম সব কিছু... রাখলাম শুধু অল্প।


শুধু স্মৃতি হয়ে জমা রইবে সব আসা যাওয়া।
ফেলে আসা পথ কি আবার হবে ফিরে পাওয়া?
যদি ফিরে পেতে চাই সব চাপান উতর আবার,
হবে কি ঘরে ফেরার সেই গান গাওয়া?


সব শেষ আজ। শেষ থেকে আর হবেনা শুরু।
এতদিনের এই অপেক্ষার শুধু মনে বেরুবেরু।
আর হয়তো ফিরে পাওয়া হবে না সেই সব দিন
আবার চেনা জগৎ অচেনায় পরিণত হবে গুরু।