বাইরের আকাশ কালো মেঘে ঢেকে আছে,
বিষন্ন হয়ে আছে প্রকৃতি।
ধূলিকণাগুলো বাতাসের ক্ষীপ্রতায়
মুখ ধুবড়ে পড়ছে।
এলোমেলো হচ্ছে চারপাশ।
দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে
কবির মনের আকাশ।
কবির মনও কি আজ মেঘে ঢাকা?
বিষন্নতায় ভর করে আছে তার অনুভূতির দুয়ার?
হাসি নেই, আনন্দ নেই
নেই কোন স্বপ্ন
সময়ের স্রোতে ভেসে যাওয়া কবি
আজ বড়ই অশান্ত।