শেষ রাতের মায়াবী প্রহর
ঘুমে আচ্ছন্ন তোমার চোখে চুমুর বৃষ্টি
প্রকম্পিত ঠোঁঠে হাতের আলতো স্পর্শে
রক্তজবার মতো লাল হয়ে ওঠে তোমার মুখ।
উত্তপ্ত নিঃশ্বাসে পুড়তে থাকি আমি।
বাইরে তখন তুমুল বৃষ্টি।
বৃষ্টির রিনঝিন শব্দে ঝড় ওঠে মনে
ছড়িয়ে পড়ে শরীরজুড়ে।
কাম, ভালোবাসা,
নিঃশ্বেষ হতে থাকে ক্রমান্বয়ে।
গতি কমে বৃষ্টির,
থেমে যায় ঝড়।
শান্ত হয় পৃথিবী।
কপালে নীল টিপ পরিয়ে
হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে
এঁকে দেওয়া চুম্বনে
চিকচিক করে ওঠে তোমার নীল চোখ।