বলোতো বৃষ্টি কেনো হয়?
কেনো আবার প্রকৃতির প্রয়োজনে!
আরে না।
তবে?
বৃষ্টির রিমঝিম ছন্দে মাতোয়ারা হও তুমি
আনন্দের হিল্লোল বয়ে যায় তোমার মনে।
তুমি হয়ে ওঠো অপ্সরী
কখনোবা বসরাই গোলাপ।
একবার বসরাই গোলাপ দেখি, একবার তোমাকে।
গোলাপ থেকে চোখ ফেরাই, তোমার থেকে পারি না।

বলোতো চাঁদ কেনো ওঠে?
কেনো আবার পৃথিবীকে আলোকিত করতে!
কি যে বলো!
চাঁদের কী আর কাজ নেই!
তাহলে?
পূর্ণিমার চাঁদ তোমার মুখে পড়লে তুমি হয়ে ওঠো অনন্য
চাঁদ তোমাকে দেখে আর লজ্জা পায়।
কখনো আপন মনে হেসে যায়
পৃথিবীতে নিজের অস্তিত্বের প্রয়োজন নিয়ে
কখনোবা দ্বিধায় ভোগে।
আমি একবার চাঁদ দেখি, একবার তোমাকে।
চাঁদ থেকে চোখ ফেরাই
তোমার থেকে ফেরাতে পারি না।

শুধু তোমাকেই দেখি।