পেটে-মুখে এক হয়ে
গুরুর সাথে চলতে গিয়ে
মন সে হারায় কোথায়?


আলো সেথা আলো শুধু,
শূন্য বুকে মরু ধু ধু,
আনন্দেরই হাতছানিতে
ডাকছে, "কাছে আয়"।


রূপের বাঁধ ভেঙে ফেলে
অরূপে মন গিয়ে মেলে,
ভালোলাগার নেশার ঘোরে -
মনটা ভেসে যায়।


অন্তবিহীন পথে চলা
নাইরে সেথা কথা বলা,
চলতে চলতে শেষে -
পথটি যে হারায়।।