ছাড়ার জিনিস ধরে ও মন
ছাড়লি ধরাটারে,
অযথা জীবন নষ্ট করে
মরলি বেঘোরে।


এরে ধরো তারে মারো,
স্বার্থ লাগি ঘুরে মরো,
অন্তিমকালে থাকবি একা
ভবনদীর পারে।


মায়ায় মাখা রঙীন স্বপন,
মেখে তুই রইলি মগন,
সবাইকে তুই চিনলি শুধু
চিনলি না নিজেরে।


কালি দেখে শুধুই হাসে,
বলবে কথা কার তরাসে,
মানুষগুলো জন্মে শুধু
লড়ে লড়েই মরে।।