জলের সাথে মিশতে হলে
জল হতে হবে যে,
মনের ভেতর মায়ার বরফ
গলিয়ে নেবার পরে যে।


তবে বুঝে দেখ ও ভোলামন,
জল হয়ে তুই মিশবি যখন -
হারিয়ে যাবে তোর পরিচয়
অকূল সুখ-সাগরে ভেসে যে।


তখন, হবে নাকো কথা বলা,
মান-অভিমানের পালা,
পারবি না মার কোলে চড়ে -
এদিক-সেদিক যেতে যে।


মায়ে-পোয়ে ঘুলবি এমন,
জলের সাথে চিনি যেমন,
না রইবে মা, না রইবি তুই -
সব একাকার হবে যে।


কালীচরণের মাও বাজে,
বলে জলে পড়বি নিজে,
গুরুরূপী চামচ নাড়ায় -
মিলবি আমার সনে যে।