দ্বৈত না অদ্বৈত সত্য -
তর্ক করিলি কষে,
খেয়া এসে ফিরে গেল,
তীরে রহিলি বসে।


যুক্তি-তর্কের ওপারে ভাই -
সত্যের অবস্থান,
সাধন দ্বারা উপলব্ধিই -
একমাত্র সোপান।


কি লাভ তাই তর্ক করে,
এস শপথ করি,
গুরুদত্ত মন্ত্র জপে -
যাবো জীবন ভরি।


এইরূপে গুরুকৃপা
যদি লভি কভু -
সত্য যে কি, তখন তাহা
জানিয়ে দিবেন প্রভু।।