আর মা বলে তোকে ডাকবো না কালী,
কেমনধারা মা যে রে তুই -
মন বোঝে না খালি খালি।


মা হয়ে যে ন্যাংটো ঘুরিস
শ্মশানে-মশানে ফিরিস,
আবার রণ-মদে মত্ত হয়ে -
আপন স্বামীর বুকে চড়লি।


বর যে রে তোর, শিব সন্ন্যাসী
ঘর ছেড়ে সে বনবাসী;
বউ হইয়াও আপন স্বামীর
বুঝলি না রে মন পাগলী।


কত ভালো অন্নপূর্ণা,
গিরিরাজের যোগ্য কন্যা;
তারই মেয়ে হয়ে কিনা
সর্ব অঙ্গে ছাই মাখলি!


কমলা বা সরস্বতী
এদের কত সুন্দর মতি,
এমন মেয়ের জননী হয়েও
কেন ছন্নছাড়া হলি?


কালীচরণ বলে, শেষের পলে
সত্যি কথাই বলি -
অন্য কোনো রূপেই মন মজেনা
ভজি কালো কালী।


ওরে সর্বনাশী লয়ে অসি,
এমন মায়ায় করলি বশী,
আমার গরীব মনের মুন্ডু-মাথা
ধরে করে চিবিয়ে খেলি।।