নিজের কথা বলি তোদের
শোন না বসিয়া,
পছন্দ না হলে পরে
যাস রে ভুলিয়া।


এসে তোদের ধরাতলে
মায়ের ছেলে মাকে ভুলে,
ছিলেম মজিয়া।


ছয়টি বড় খেলনা নিয়ে
দিন যে তখন যেত বয়ে,
শুধু খেলিয়া।


পরে যেদিন খিদে পেল
মায়ের কথা মনে এল,
বসি ভাবিয়া।


খিদের জ্বালায় মাকে ডাকি
মা কি মোরে দিলে ফাঁকি!
শুধু কাঁদিয়া।


হটাৎ সিঁথির ছোঁড়া দিবাকর
বললে এসে আমায় ধর,
যাবো লইয়া।


তখন সকল কান্না ফেলে
চড়ে বসি তাহার কোলে,
দুঃখ ভুলিয়া।


এখন গুরুর কোলে চড়ে
ঘরের ছেলে যাচ্ছে ঘরে,
বিদেশ ছাড়িয়া।


অজপা জপ জপে খালি
ধরা তারে দিবেন কালী,
কাছে আসিয়া।।