মনরে, কাহারে সাজাইছ যতনে?
অঙ্গ করে পরিষ্কার,
স্নো আর পাউডার,
সকলই হবে ছাই শ্মশানে।


দেহে মেখে সাবান,
ঘষে ঘষে কর চান,
ধূলি-কাদা দূর করিবারে;
ভিতরে পঙ্ক আছে জমা,
যাইবে কি তার এককণা?
রইবে সকলই ভাণ্ডারে।


কালীচরণ কেঁদে কয়,
"মলিনতা দূর হয় -
যদি জপ বসে একমনে,
গুরু লইয়া সাবান,
করাইয়া দিবে স্নান,
বারি তুমি দিবে নয়নে"।।