মনটা এবার ফেলরে ধুয়ে
ভোলা তোর মনটা এবার ফেলরে ধুয়ে।


কত জনেই দিলি রে মন,
তোর বিচারশক্তি করলো হরণ।
বৌ, ছেলে-মেয়ে, ভিটে-মাটি,
সংসার হল ধোঁকার টাটি।
এবার ভব-পারাপারের কালে
উপরদিকে দেখ না চেয়ে।


ও তোর নানা রঙে মন রাঙানো
ভালো করে দেখলিও না কখনো,
ফলে আপনজনে করলি বিবাদ -
রইলি হয়ে প্রবাসী, আপন ঘরেতে।


কালীচরণ বলে -
কালী নামে মন মজালে,
আপনার সব যাবে জলে;
ঐ নামটি মাত্র কণ্ঠে ধরে
কাঁদবি শুধু আকুল হয়ে।