মন কাঁদে প্রাণ কাঁদে রে
বাঙলার কথা ভেবে,
সোনার বাঙলা হল ছারখার
দোষী আমরা সবে।


নাইকো শান্তি একরত্তি
কোথাও কাহারও মনে,
শুধু ঝগড়া আর মারামারি
হরেক দুইজনে।


মনের গতি হয়েছে স্তব্ধ
মূক হল ভালোবাসা,
তিরোহিত সব চেতনা ও বোধ
বিলীন মনের আশা।


অপরের সুখে লোকে মরে দুখে
নিজের ভাবনা ছাড়ি,
বাড়ি, টিভি, ফ্রিজে স্থান নেয় খুঁজে
কামনা বাসনা ভরি।


হে বাঙালী চেয়ে দেখো পিছে
মহান আত্মাগণে,
সকলি দাঁড়ায়ে রয়েছে তাকায়ে
তোমাদেরই মুখপানে।


আপন জীবন তেয়াজিল যারা
মধুর স্বপন গড়ি,
হাসিতে হাসিতে বলে গেল তারা
আবার আসিব ফিরি।


বুকে হাত দিয়া বল তো দেখি
কি রচিয়া গেলে?
যা ছিল তাহা নষ্ট করিয়া
বেঘোরেই শুধু মলে।


ক্ষণিক দাঁড়ায়ে ভাবো যদি মনে
বাঙালী কাদের বলে,
আপনার কথা স্মরিয়া তখন
রক্ত দ্রুত চলে।


কর্ণমূল হয় রক্তিম
মুখে সরে নাকো ভাষা,
এই কি কর্ম? এই পরিণতি?
একারণে ভবে আসা??