রূপ দেখে তোর মন ভরিল
ওমা নিরূপিনী,
এই রূপেই মজে থাকবো নাকি!
বল দেখি মা শুনি।


যে দিকেতেই মেলি নয়ন,
রূপের ডালি লয়ে ভুবন
বরণ করে মোরে,
মনটা আমার হারাতে চায়,
দূরে আরো দূরে সে ধায়
কোন সে অচিনপুরে।


তবু যেন ভিতর থেকে
কে যেন মোরে কয় যে ডেকে
অসীমের কোন শূন্যপুরী
দেয় যেন হাতছানি,
রূপের পারে কেমনে যাবো
অরূপেরই মাঝে পাবো
আপন মাতৃভূমি।।