ভক্ত বলেন "তুমি" আর জ্ঞানী বলেন "আমি";
"তুমি-আমি" মিলে শেষে, হলেন অন্তর্যামী।


ভক্ত কহে, "তুমি প্রভু, আমি তোমার ভৃত্য,"
জ্ঞানীর মতে জগতজুড়ে ব্রহ্ম কেবল সত্য।


ভক্তমনে পিঁপড়ে হয়ে চিনি খাওয়ার মোহ,
জ্ঞানী বলেন, "আমিই চিনি, ভিন্ন নহে কেহ"।


ভক্ত হাঁসে, ভক্ত কাঁদে, নাচিয়া দেয় তালি;
জ্ঞানী বলেন, "ওসব ছেড়ে বিচার কর খালি।"


ভক্ত কত কষ্ট করে মনকে বশে করে;
জ্ঞানী নেতি-নেতি পথে ভাগিয়ে দেয় তারে।


"তত্ত্বমসি" বলে ভক্ত, অশ্রুধারা বয়;
"সোহহং-সোহহং" খালি জ্ঞানীর মন্ত্র হয়।


শুকনো জ্ঞান, শুকনো ভক্তি,
নাইকো দাম একরত্তি;
মনকে কর পাখী, আর রাজযোগকে পুচ্ছ,
জ্ঞান ও ভক্তি দুটি ডানায়, উড়ে চল উচ্চ।।