ভোক্কাটা ভোক্কাটা
আমার ঘুড়ি গেল কাটা;
মায়ের হাতে দিয়ে লাটাই,
প্রেমের সুতায় তারে ভাসাই,
হটাৎ দেবানন্দের ঘুড়ি এসে -
করলে তারে ভোক্কাটা।


মায়ের দুঃখে কেঁদে-কেটে,
শক্ত পাথর হলাম নিজে,
শেষে মা এসে বললে মোরে -
"মিছে কেন কাঁদিস বেটা!"


বললে, "যদি আমায় চাস,
মেঘের পারে আমার বাস,
ধরার মাঝে ঘুরে শুধু -
হবে পাঁক আর কাদা ঘাঁটা।


সাধন, ভজন করবি যবে,
আমি যে কি, জানবি তবে,
তারপরে এই ধরাতলে -
সকল দুঃখ-বেদনা হাটা।


থাকবি হয়ে সদানন্দ,
নিয়ে শরণ দেবানন্দ,
তারই মাঝে খুঁজিস মোরে -
দেখবো তোর বুকের পাটা।"