ভবদরিয়ার মাঝি
হে প্রভু মোর,
উদয় হইলে কোন প্রভাতে
খুলিয়া বিশ্বডোর।


ত্রিভুবন করিল বরণ
চরণ নমি তাঁর,
মানবসমাজ রয় অচেতন
অঘোর আঁধার।


দূর করিতে সে ঘোর আঁধার
প্রেমের প্রদীপ জ্বালি,
করিলে আপন বিশ্বভুবন
ভালোবাসা রস ঢালি।


তব করুণায় মৃত প্রাণ পায়,
লোহা বনে যায় সোনা,
কোটি জনমের পুণ্যফলে
পেয়েছি তার এক কণা।


হে দিবাকর, হে দিবানন্দ
তব শুভ জন্মতিথি,
তব চরণে কালিচরণের
প্রণামী এই গীতি।।