তুমি যে আনন্দ স্বরূপ সকল দুখের মাঝে,
চিত্ত আমার নিত্য করে লওনা টেনে কাছে।


মোর অহংকার কর তোমার গলার অলঙ্কার,
হৃদয় বীণায় পরাও তুমি তোমার বীণার তার।


শোনাও মোরে ওই যে ধ্বনি বাজে অবিরত,
মনের কালি ধুয়ে ফেলে সাজাও তোমার মত।


তোমার পথে চলতে যে চাই ঘুচাও অন্ধকার,
জ্ঞানালোকে ভর এ মন ভাঙো রুদ্ধ দ্বার।


চলব মোরা দুইজনাতে হাতটি লয়ে হাতে,
প্রেমের জোয়ারে টুটবে বাধা, ডুববো মোরা তাতে।


এমনি করে জুড়বে যখন তোমার-আমার সাঁকো,
বিশ্বজুড়ে রইবে তুমি - আমি রইবো নাকো।।