শুধু জপ নাম জপ নাম,
ভক্তের নেই অন্য কাম।


খসে পড়বে রে তোর জীর্ণ বসন,
নির্মল হবে চিত্ত গগন,
সুনীল শান্ত আকাশের মতন
কাটবে আঁধার যাম।


নামের ধারায় গুরুর পরশ,
বেদনা-রোদন মিলিত হরষ,
চিত্ত হবে ব্যাকুল।
যেথায় যাবি সেথায় পাবি,
গুরুর নামে সব ভুলাবি,
ভাঙবে নদীর কূল।
মিশবি রে তুই সেথায় এসে
সকল নদী যেথায় মেশে
সবার সকল চলার শেষে
নিত্যানন্দ ধাম।।