মন গেঁথে রাখ নামের মালাতে,
কি হবে আর কর গুনে!


ছয়টি বড় দস্যু আছে,
ঘোরে সদা আশে-পাশে,
মনকে যদি করে বশে,
ছাই পড়ে যায় বাড়া ভাতে।


নামের এত মহিমা,
তারই গুণে মুছে যায় সকল কালিমা,
কালিচরণ বলে, নামের কি গুণ,
সব পারা কি যায় বলিতে!