কাহার সাথে তুলনা করিছ
আপনি আপনারে,
বোঝোনি কি হায়, তবুও রহিছ
তাঁহার সঙ্গ করে।


নিজেরে না চিনিলে নিজে
কিরূপে চিনিবে তাঁরে?
সে যে আপন মনের মণিকোঠায়
সদাই বিরাজ করে।
মিছেই আপনি বড়াই করিয়া
দুঃখ দিতেছ তাঁরে।


তুলনাহীনের তুলনা কোথায়
একবার বল দেখি!
সবই যে তিনি, একের সঙ্গে
একের তুলনা নাকি!
প্রদীপনিম্ন আঁধার ছাড়িয়া
ফেরনা আলোর পরে।


লিখালেন গুরু, শিখালেন গুরু,
কালিচরণের তবু,
অপরকে জ্ঞান দেওয়ার স্বভাব
ঘুচিবেনা কভু;
পেটে এক পুরে মুখে এক বলে -
আবার আসিবে ফিরে।।