বারে বারে দিচ্ছ আছাড়, তুমি কি ধোপা?
আমি বুঝি ময়লা কাপড়, নানা রঙে ছোপা?


রং-ময়লা উঠিয়ে সবই দিচ্ছ সাদা করে,
সেই আঘাতে মনটা আমার যাচ্ছে জ্বলে-পুড়ে!


এ কি গেরো করলে প্রভু, বলবো কারে আর,
চিঠি লিখে তোমার কাছে করেছি দরবার।


সেই চিঠি হাতে তোমার কাছে যখনই দাঁড়াই,
অভাব-অভিযোগ যত সবই ভুলে যাই।


দুঃখ ভুলে মনটা আমার নাচতে লাগে বেশ,
এমনি করেই জীবনটা মোর করলে শেষ-মেষ। ।