এরই কি নাম ব্রহ্মজ্ঞান!
মানুষের পরে তৃণজ্ঞান!
বিন্দুমাত্র শক্তি নিয়ে,
ধরাকে করে সরা জ্ঞান!


নাই বা হল জ্ঞান পাওয়া,
ঘুচে গেছে শক্তি চাওয়া,
সংসার ধর্ম পালন করে -
লইব মায়ের কোলে স্থান।


চাওয়ার কি শেষ আছে কভু,
ঘুরে ঘুরে মরা শুধু,
চাওয়া-পাওয়া সাঙ্গ করে -
গেয়ে চলো মায়ের গান।।