শূন্য পাইয়া কাঁদিছ আকুল,
দুঃখ করিছ কত,
জানোনা কি বাছা অশ্রু তোমার
দামি হীরার মত।


লিখিয়া পড়িয়া শিখিবে যাহা
সঞ্চয় করি রেখো,
জীবনযুদ্ধে লাগিবে তাহা
নিশ্চয় তুমি দেখো।


একশো পাইয়া শূন্য পাইবে
জীবন-পরীক্ষায়,
সদা সতর্ক রহিও তুমি -
এমত কভু না হয়।


প্রার্থনা করি একশো পাইবে
সেই পরীক্ষায় তুমি,
এতেক কহিয়া সোহাগভরে
তোমার কপাল চুমি।।