চোদ্দশো ছাব্বিশ চৈত্র মাস,
চারিধারে এল ধেয়ে করোনা ভাইরাস।


চীনদেশে জন্মে ছড়ালো ধরায় -
ভীত-সন্ত্রস্ত মানুষ সকলে পালায়।


দশ হাত দূর হতে করে হানাদারি,
তাইতো এ সংক্রমণ রুধিতে নারি;


দেড় পক্ষকাল সহিয়া যাতনা -
যুবাদের চোখ খোলে বুড়াদের না।


হাজারে হাজারে লোক মরে প্রতিদিন,
জগৎবাসী ভয়ে রহে নিদ্রাহীন।


এই বুঝি শমন আসিল সামনে -
এইকথা সকলেই ভাবে মনে মনে।


অফিস কাছারি আর পাঠস্থান
সকলই বন্ধ আজ ঘরে অবস্থান।


খেলার ময়দান অথবা বায়োস্কোপ
সর্বত্রই দেখি এই করোনার প্রকোপ।


দেবতাও বন্ধ আজি রুদ্ধদ্বারে,
রোগ হবে নির্মূল বল কি প্রকারে?


ভিড় কর বর্জন রহিও একেলা,
হস্ত প্রক্ষালন কর দুই বেলা।


বাড়িতে অফিস খুলে বস সাবধানে,
মাস্ক বিনা যাইওনা তুমি কোনোখানে।


এসব করেও যদি গলা বসে যায়,
হাঁচি, কাশি সাথে যদি জ্বর দেখা যায় -


সোজা যাবে বেলেঘাটা আইডির দ্বারে -
সাথে সাথে এডমিট একেলা ঘরে।


সচেতন জনজীবন এই শেষ কথা -
নাহলেই সকলের পেছনে হাতা ।।