মা, আমার কবে হবে?
কতজনে করলি পার মা,
শুধু আমার বেলা চাহিয়া রবে!


সাধক রামপ্রসাদ আর কমলাকান্তে
কৃপা করিলি মুক্ত হস্তে,
আর আমি কি তোর বেটা নই মা,
যে পড়ে ধুলায় লুটাবে!


কৌলসাধন, ভজন, পূজন -
না হলে কি এ সম্ভবে!
কালীচরণ বলে, দয়া না করিলে,
নিজেই নিজের গলা কাটিবে।।