মা তোমারে পূজিব কেমনে,
(ওমা) পূজিতে নারি, পূজিতে নারি,
কাঁদি বসে ঘরের কোণে।


যা ছিল আমার করিলে তোমার,
তুমি মা ওগো মা-বাপ আমার,
এতেক করিয়া দাগা দিলে প্রাণে,
বল কি মন মানে?


তোমারই দিব তোমার পূজন,
ভজন-সাধন, সকলই ও ধন,
তুমি শুধু মাগো আপন করিয়া -
কোলেতে লইয়ো টেনে।


অস্ত্র লইল কালীচরণ,
মা মা বলে শুধু ক্রন্দন,
অশ্রুবারির জড়ায়ে পাশ -
বাঁধিবে রাঙা চরণে।।