লুটেরা গো লুটেরা
লুট করো আমায়,
তোমার আশায় পথ চেয়ে
দিন বয়ে যায়।


তুমি যে গো পাগল হওয়া,
কালবৈশাখী ঝড়,
আমার বাগান করো তছনছ,
উপড়াও শিকড়।


বহুকালের জমা ধূলি,
সকল আবরণ,
সাফ হয়ে উজলিবে
রবির কিরণ।


দিবে উঁকি নতুন পাতা,
শতদলের দলে,
সত্য সুন্দর ভালোবাসা
(পাখা) মেলবে প্রতি পলে।


আমার আমি লুপ্ত হয়ে
বিশ্বভুবন মাঝে
বাজবে সদা প্রেমের সুরে
আমার সকল কাজে।


কালিচরণের এ নয় স্বপন
সত্যি হবেই হবে,
সবার প্রেমধুলা লয়ে
ধুলায় মিশে যাবে।।