বল দেখি মা এবার মোরে,
কেমনে ভালোবাসি তোরে,
তোর ঐ ভয়ঙ্করী রূপ স্মরি,
পরানটা মোর ভয়ে মরে।


কাজল অধিক কালো বরণ,
রক্তজবার ন্যায় নয়ন,
অঙ্গেতে নাই কো বসন,
দাঁড়িয়ে স্বামীর বুকের পরে।


হস্তে তোমার মস্ত খাঁড়া,
গলে দিয়ে মুন্ড হারা,
অবিরাম শোনিতধারা -
লইলে সকল জিহবা পরে।


ডাকিনী-যোগিনী তারা,
সদা তোমার সঙ্গ ধরা,
তাদের সাথে দিগম্বরা -
অকারণে রণ করে।


ভীত কালীচরণ ভাবে,
রণে ভঙ্গ দিয়ে কবে,
"সোনা" বলে আদর করে;
তখন "মা" ডেকে দুইচক্ষু ঢেকে,
নির্ভয়ে ঝাঁপ দিতে পারে।।