প্রভু তোমায় বাসি ভালো,
আর কারে না চাই,
তোমার চরণপদ্মে যেন
হৃদয় জুড়াই।


দুঃখ-আঘাত দিয়ে তুমি
গড়ে তোলো মোরে,
ভেঙে তারে সাজাও তোমার
মনের মতন করে।


তুমিই আমার জীবন-মরণ
সকল ধনের ধন,
কভু হাসি, কভু কাঁদি -
যা চাও যখন।


সকল দিয়ে তোমায় আমি
রিক্ত হতে চাই,
অন্তিমকালে তোমার চরণ
বক্ষে যেন পাই।।