আবেগটারে আবেগ দিয়ে
বেঁধে রেখেছি বেশ,
গুরু তারে মুগুর মেরে
করবে বলে শেষ।


পিতা, মাতা, জায়া, কন্যা,
মায়া আবেগে সবাই কানা,
তো এই নিয়েই রথ টানা,
চলছিল তো বেশ।


আবেগ বিনে জগৎ খানা,
কি হবে যে তা জানিনা,
সকলই হবে ঠনঠনা,
নীরস, ফ্যাকাসে বেশ।


গুরু বলে, 'নারে নারে,
সুন্দর কি কেউ বলতে পারে?
আবেগশূন্য হলে পরে
রইবি নির্নিমেষ।


মায়ার জালি যাবে সরে,
থাকবি না আর অন্ধকারে,
সবার মাঝে আপনারে,
দেখবি অনিমেষ।


ঘুচবে রে তোর সকল অহং,
মুক্তালোকে ভরবে জীবন,
বিশ্বজুড়ে কালীচরণ -
মিশে হইবে শেষ'।।