চাই না আমি বাড়ি, গাড়ি,
চাই না কোনো সুখ,
মা, মা, বলে কেঁদে যেন -
জুড়ায় আমার বুক।


মায়ে-পোয়ে ঘর বাঁধিনু
সাজানো সংসার,
বিশ্বজোড়া আঙিনা তার
কি বলিব আর।


কভু কাঁদি, কভু হাসি,
কভু যে হয় রাগ,
শুধু ভাবি কবে হবে
প্রেম-অনুরাগ।


মায়ের চরণ মাথায় ধরে
কালীচরণ রয়,
মায়ের প্রেমে পাগল হয়ে
ঘুচে গেছে ভয়।।