হওনা উদার, হওনা মহৎ
বাড়িতে বাড়িতে হওরে বৃহৎ -
কাটিবে সকল জ্বালা,
আপনারে বিনা দ্বেষ করিওনা
আপন করিও জগৎ।


নাহিরে পথ, নাহি বিকল্প,
করিও সাধন অল্প-স্বল্প,
পুরাইলে তব ভবের গল্প
আপন করিবে জগৎ।


আত্ম-সমালোচনা
কভু ছাড়িবেনা,
পরের নিন্দা, কভু শুনিবে না,
হওনা নরের ভকৎ।


শত্রু-মিত্র ভেদাভেদ ভুলি
সবারেই দিবে প্রেম-অঞ্জলি,
নর-নারায়ণ প্রেমের কাঙালি -
ইহাই হউক চাহৎ।।