দয়াময়ী মা গো আমার,
তোর দয়ার নাই পারাপার,
তোরে পাষাণী সেই বলে মা -
যে জানেনা তোর বাহার।


তোর দয়া হলে পরে,
অবিরাম অশ্রু ঝরে,
সেই বারিতে ভেসে আমি -
হব ভবসাগর পার।


তোর দয়াতেই জীবন-মরণ,
কাটাবো সকল বন্ধন;
আমি বুক ফুলিয়ে বলবো সবে -
তুই সকলের সার।