কইগো গুরু কোথায় গেলে?
আমায় একা একা ফেলে,
সময় কাটে না।


বৃথাই বয়ে চলে সময়,
বিনা কাজে খই ভাজা হয়,
থির হয়ে মন বসতে না চায়,
ভালো লাগে না।


আমার আমি জ্বালিয়ে মারে,
রিপুর বশে কি যে করে,
সাপ ভেবে সে ব্যাঙকে ধরে,
নিত্য চিনে না।


কবে যে সব যাবে ঘুচে,
হারিয়ে যাবো নিজেই নিজে,
তোমার মাঝে পাবো খুঁজে,
ধৈর্য ধরে না।


অনেক হল এবার প্রভু
হাতটি ধরে লওগো শুধু,
তোমার চিরশান্তিধামে
চিনিয়ে অচেনা।।