ভোট মানে উৎসব
ভোট প্রহসন,
ভোট মানে বাঙালীর
চর্বিত-চর্বণ।


ভোট মানে চিৎকার
ফেস্টুনে ছয়লাপ,
ভোট মানে গুলি -গোলা
মানুষের বিলাপ।


ভোট মানে লোভ-লালসার
বিকৃত প্রতিচ্ছবি,
ভোট হল মিথ্যা প্রতিশ্রুতি -
নেতাদের হবি।


ভোট মানে তোমার-আমার
মনের আতঙ্ক,
ভোট মানে কারচুপির
কষে নেওয়া অঙ্ক।


ভোট মানে ছুটির দিনে
দ্বিপ্রাহরিক ঘুম,
ভোট মানে সন্ধ্যের পর
চারিদিক নিঃঝুম।


ভোটের আসল মানে বুঝতে
কাটলো এ জনম,
এই কি মানুষ! এই ব্যবহার !
দুর্দিন চরম।


তবুও চলি, এ ঘোর কলি
নিত্য অভ্যাসে,
ভোটটি দিয়ে খাটে শুয়ে
মুখ চিপে হাসে।