বাবার দয়ায় এলাম ভবে
গাইতে বাবার গান,
বাবা আমায় ধূলা ঝেড়ে
করিয়ে দিবে স্নান।


বাবার বাড়ি, বাবার গাড়ি
বাবা ভুবনময়,
বাবায় বাঁচি, বাবায় মরি
বাবাই পরিচয়।


বাবা বিনে নাইরে কিছুই
এই ভুবনে আর,
আমি বাবার চরণের দাস
বাবার সংসার।


একটিমাত্র বাবার ইচ্ছে
বলে শুধু মোরে,
ভেঙেচুরে মিশতে হবে
বাবার ভিতরে।


বাবায় মিশে আমার আমি
লুপ্ত যখন হবে,
মানব-জনম আমার তখন
চির-সার্থক হবে।।